মৌলভীবাজার ইন্ডিজিনাস কালচারাল গ্রুপ-এমআইসিজি (MOULVIBAZAR INDIGENOUS CULTURAL GROUP-MICG) মৌলভীবাজারের স্থানীয় আদিবাসী সংস্কৃতি, লোকগান, নৃত্য, শিল্পকলা এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প সংরক্ষণ ও প্রচার এবং প্রকৃতিক পর্যটন এলকা শ্রীমঙ্গল-কমলগঞ্জের সম্মানিত পর্যটকদের বিনোদনের উদ্দেশ্যে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মৌলভীবাজারের স্থানীয় মণিপুরী, খাসি, গারো, ত্রিপুরা, ভূইয়া, মুন্ডা, বড়াইক, গঞ্জু, সাঁওতাল ও চা-জনগোষ্ঠীসহ অন্যান্য সকল সম্প্রদায়গুলোর শিল্পীরা অংশগ্রহণ করবে।